পাহাড়ে ইসলামী শিক্ষার আলো ছড়াচ্ছে ইসলামিক ফাউন্ডেশন


রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙামাটি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, যেখানে ইসলামের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। জেলার বিভিন্ন অঞ্চলে পরিচালিত মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য শিক্ষার নতুন দ্বার উন্মোচন করেছে। রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়া জানান,রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের মোট ৬২৯টি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র: ৩৪০টি,বয়স্ক শিক্ষা কেন্দ্র: ১২টি,সহজ কুরআন শিক্ষা কেন্দ্র: ২৭৭টি,পার্বত্য অঞ্চলের শিশুদের প্রাথমিক ধর্মীয় শিক্ষার জন্য ১১টি দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে।ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে ১১টি মসজিদ পাঠাগার স্থাপন করা হয়েছে, যেখানে ধর্মীয় গ্রন্থসহ বিভিন্ন জ্ঞানমূলক বই রয়েছে। এসব পাঠাগার শিশু ও বয়স্কদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সকল উদ্যোগের মাধ্যমে শিশু ও বয়স্কদের নৈতিকতা ও ধর্মীয় শিক্ষায় আলোকিত করার প্রয়াস চালানো হচ্ছে।পার্বত্য অঞ্চলে ইসলামি শিক্ষার বিকাশে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।