নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সংগঠকসহ ৩৬ জন গ্রেপ্তার


সংবাদের আলো ডেস্ক: নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের অন্তত ৩৬ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শুক্রবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশে হিযবুত তাহরিরের ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে ফেসবুকে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে সাইফুল ইসলাম নামে হিযবুত তাহরীরের একজন গুরুত্বপূর্ণ সংগঠক রয়েছেন। ২০০৯ সালের ২২ অক্টোবর রাষ্ট্রবিরোধী প্রচারণার জন্য এ সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। প্রেস উইং সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (৭ মার্চ) ঢাকার বায়তুল মোকাররম মসজিদের বাইরে সমাবেশে অংশ নেওয়ার পর থেকে এই গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তারে দেশব্যাপী অভিযানে নামে পুলিশ।পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ‘আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হিযবুত তাহরীরের অনেক সদস্যকে শনাক্ত করেছি। নিষিদ্ধ এ সংগঠনটির রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। বাহারুল আলম আরও জানান, পুলিশ এই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।