দুর্গাপুরে ৪০ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু


রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: বিশ্বশান্তি ও সকল জীবের মঙ্গল ও কল্যাণ কামনায় নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে ৪০ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন। শুক্রবার থেকে পৌর শহরের শ্রী শ্রী দশভূজা বাড়ি বাড়ি মন্দিরে এ কীর্তন শুরু হয়েছে শেষ হবে আগামী মঙ্গলবার ১১ মার্চ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত ভক্ত প্রতিদিন মন্দিরে এসে হরিনাম শুনছে। আয়োজকরা জানান, গোপালগঞ্জের গকুল কৃষ্ণ সম্প্রদায়সহ দেশের বিভিন্ন জেলার ছয়টি দল কীর্তন পরিবেশন করছে। আগামী ১২ মার্চ বুধবার অনুষ্ঠেয় লীলা কীর্তন পরিবেশন করবেন দিনাজপুরের অর্পিতা সরকার,যশোরের উত্তম আনন্দ দাস ও বগুরার সম্পা রানী৷ আগত ভক্তদের জন্য প্রতিদিন মন্দিরে রয়েছে প্রসাদের ব্যবস্থা৷ আগামী বৃহস্পতিবার কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে এ হরিনাম সংকীর্তন শেষ হবে। এ অনুষ্ঠানকে ঘিরে মন্দির এলাকায় বসেছে বিভিন্ন দোকান। যেখানে পাওয়া যাচ্ছে হিন্দু ধর্মালম্বীদের নানান আসবাবপত্র, গ্রন্থ, শিশুদের খেলনা, পূজা অর্চনার প্রয়োজনীয় সামগ্রী সহ রকমারী খাবার।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।