রাঙামাটিতে ইউপিডিএফ’র আস্তানা থেকে অস্ত্র-গুলি উদ্ধার


রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙামাটির কাউখালিতে ইউপিডিএফের (মূল) গোপন আস্তানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৭ মার্চ) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই আস্তানায় অভিযান চালানো হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আস্তানায় তল্লাশি চালিয়ে ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।সেনাবাহিনী জানায়, অভিযানের সময় ইউপিডিএফ’র কিছু সংখ্যক পাহাড়ি নারী দ্বারা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বাধা প্রদানের চেষ্টা করে। এসময় জব্দকৃত গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পাহাড়ের শান্তি বিনষ্টকারী ও সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।