বাগাতিপড়ায় আগুনে ঘর পুড়ে সর্বশান্ত ২ পরিবারের ৭ টি ঘর ইউএনও’র সহযোগিতা


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া দুই পরিবারের ৭টি ঘর, ১টি গরু ও ২টি ছাগল পুড়ে ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টা দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চিবনাপুর এলাকায় খোরশেদ আলী ও নওশাদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। তারা উভয়ই ওই এলাকার মৃত খবির বিশ্বাসের ছেলে।সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতেই নওশাদের বড় ছেলে মিজান প্রথমে আগুন দেখতে পান। তারপর তিনি আগুন আগুন করে চিৎকার শুরু করেন এবং সেই অবস্থায় তার অসুস্থ্য বাবাকে ঘর থেকে বের করেন এবং ১ টি ছাগল বের করেন। আগুনের শিখা বেশি হওয়ায় ঘরে থাকা নগদ দেড় লক্ষ টাকাসহ আসবাবপত্র ও গরু-ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দয়রামপুর ফায়ার সার্ভিস এর স্টেশন মাস্টার ফজলুর রহমান জানান, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় আধা কিলোমিটার দূরে বড়াল নদী থেকে পানির ব্যবস্থা করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত কোথাথেকে হয়েছে এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য কাজ করা হচ্ছে।
অন্যদিকে এ ঘটনা জানতে পেরে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১৪ হাজার টাকা ও ২০ পিচ কম্বল দিয়ে সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা। তিনি আগামী রবিবার ওই পরিবার দুটির মাঝে আরও বিশ হাজার টাকা এবং ৬০ কেজি চাউল হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।