সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নীলক্ষেতে পুলিশের অবস্থান, মিরপুরে সড়কে বাঙলা কলেজের শিক্ষার্থীরা

সংবাদের আলো ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভূক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে গেল রাতের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নীলক্ষেত মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থমথমে অবস্থা গোটা এলাকাজুড়ে। অপরদিকে মিরপুরে বাঙলা কলেজের সামনে সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে তারা সড়ক অবরোধ করেন। নীলক্ষেত এলাকায় দেখা যায়, সড়কের দুই দিকে সারিবদ্ধভাবে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে শিক্ষার্থীদের আন্দোলন চোখে পড়েনি। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা।উদ্ভূত পরিস্থিতিতে আজ ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সরকারি সাত কলেজের আজ সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় ৭ কলেজের অধ্যক্ষদের সাথে সভায় বসার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়