ইউক্রেনের আরও দুটি অঞ্চল দখলে নিলো রুশ বাহিনী


সংবাদের আলো ডেস্ক:ইউক্রেনের দোনেৎস্কের আরও দু’টি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। এ পর্যায়ে তারা নিয়ন্ত্রণে নিয়েছে পূর্বাঞ্চলীয় পেত্রিভকা ও ইলিনকা বসতি।
রোববার (২ নভেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, ইউক্রেনের পোকরোভস্কে ২২ দফায় হামলা চালায় মস্কো। দিনিপ্রো-পেত্রোভস্কে রাশিয়ার মিসাইল হামলায় প্রাণ গেছে অন্তত চারজনের। আহত হন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন।খারকিভ, আভদিভকা, ঝাপোরিঝিয়া এবং খেরসনেও অভিযান চালায় রুশ বাহিনী। একইদিন, রাশিয়ার বিভিন্ন স্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। মস্কোর দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে অর্ধশতাধিক ড্রোন। শতাধিক ফ্রন্টলাইনেও তুমুল সংঘর্ষে জড়ায় দুই বাহিনী।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।