সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভুঞাপুরে বন্যা জলে ক্ষতিগ্রস্থ মসজিদের রাস্তা ৩ মাসেও হয়নি মেরামত

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপুরে বন্যার জলে যমুনা নদীর প্রবল স্রোতে ভেঙে যাওয়া মসজিদের রাস্তাটি তিন মাসেও মেরামত করা হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছে মুসুল্লিরা। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বয়োজ্যষ্ঠ নামাজীরা। নড়বড়ে এই বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে ইতোমধ্যে অনেকে আহত হয়েছেন। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়ড়া উত্তরপাড়া মসজিদে যাওয়ার একমাত্র রাস্তাটি। গত কয়েক মাস আগে যমুনার প্রবল স্রোত ১৫ থেকে ২০ মিটার রাস্তা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কয়েকদিন পর স্থানীয়রা নিজেদের অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে মসজিদে যাওয়ার ব্যবস্থা করেন। স্থানীয় বাসিদা আমিনুল ইসলাম বলেন, বন্যায় রাস্তাটি ভেঙে যাওয়ার পর আমরা নিজেদের অর্থে বাঁশের সাঁকো তৈরি করি। সেটি এখন নড়বড়ে হয়ে গেছে। শতশত মুসুল্লিসহ স্থানীয় লোকজন জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মসজিদে যাতায়াত করছেন। রাস্তাটি মেরামতের জন্য জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকার রাস্তাগুলোর তালিকা করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ ধরবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: পপি খাতুন বলেন, বরাদ্দ আসলে ভেঙে যাওয়া রাস্তাগুলো দ্রুত মেরামতের উদ্যাগ নেয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়