মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জের এনায়েতপুরে শিক্ষকের বাড়ীতে বোমা আতংক, এলাকা ঘিরে রেখেছে পুলিশ

সিরাজগঞ্জের এনায়েতপুরে শিক্ষকের বাড়ীতে বোমা আতংক, এলাকা ঘিরে রেখেছে পুলিশ - সংবাদের আলো

উজ্জ্বল অধিকার: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী দক্ষিণ পাড়ায় কলেজ শিক্ষক গফুর হোসেনের বাড়ীতে বোমা রাখার ঘটনায় সবার মাঝে আতংক বিরাজ করছে। বাড়ির সবাইকে নিরাপদে সরিয়ে এনে আশপাশে কাউকে যেতে না দিয়ে এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সিআইডির একটি টিম বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে।

বাড়ির মালিক শাহজাদপুর ঘোরশাল সাহিত্যিক বরকত উল্লাহ কলেজের প্রভাষক গফুর হোসেন জানান, রোববার রাতে তাকে ব্যবহৃত একজন ফোন করে বলা হয় তোর খাবার ঘরের মিসস্রেফের নিচে অস্ত্র রয়েছে। পরে তোর সাথে কথা হবে।

এর পরই যেয়ে দেখি কার্টুনের মধ্যে তার টেপ মোড়ানো লম্বাটে বোমা। সোমবার সকালে থানা পুলিশকে অবহিত করি। এরপর তারা বোমাটি উদ্ধারের জন্য আসে।

এদিকে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, আমরা বোমা স্বাদৃশ্য বস্তুটি নিস্ক্রিয় করতে র্যারকে অবহিত করেছি। তারা ঢাকা থেকে রওনা হয়েছে। বর্তমানে এলাকাটিতে নিরাপত্তা জোড়দার করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়