এক মঞ্চে সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ
উজ্জ্বল অধিকারী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-৫ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার ঘোষণা দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ বেলকুচি পৌর সদরের সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরিন জাহান। অনুষ্ঠানে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা ভোটারদের সামনে নিজেদের অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। তারা প্রত্যেকেই বিজয়ী হলে মাদক ও চাঁদাবাজমুক্ত, স্বচ্ছ জবাবদিহি, নদী ভাঙ্গনরোধ, গ্যাস সংযোগ এবং তাত শিল্পের উন্নয়ন গড়ার অঙ্গীকার করেন।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইশতেহার পাঠ ও বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম আলীম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি নুরুন নবী, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আকবর হোসেন মোল্লা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী কমরেড মতিয়ার হোসেন ও গণ অধিকার পরিষদের মনোনিত প্রার্থী ইউসুফ আলী।
বেলকুচি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বেলকুচি-কামারখন্দের দ্বায়ীত্বপাপ্ত আর্মী অফিসার মেজর তওসিফ, বেলকুচি থানা ভারপাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহুরুল ইসলাম প্রমুখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।