বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কিশোরীকে ধর্ষণ অভিযুক্ত গ্রেফতার
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুই কিশোরীকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারের একটি হোটেলে নিয়ে গিয়ে একজনকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আয়াত উল্লাহ (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৯ জানুয়ারি) রাতের দিকে। এ ঘটনায় ভুক্তভোগী দুই কিশোরীর মা তছলিমা আকতার বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের রূপনগর ব্রিজের পূর্ব পাশে পাকা সড়কের ওপর দুই কিশোরী কে একা পেয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেয় অভিযুক্ত মোহাম্মদ আয়াত উল্লাহ (৪৩)। পরে তাদের প্রথমে নিজ বাসায় এবং পরবর্তীতে মোটরসাইকেলে করে কক্সবাজার সদর এলাকার একটি বাণিজ্য মেলায় নিয়ে যায়।
পরে ওই দুই কিশোরীকে কক্সবাজার সদর থানাধীন বাকুলী আবাসিক হোটেলে নিয়ে গিয়ে রাত্রিযাপন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরদিন মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একজন ঘুমিয়ে পড়লে অন্যজনকে যৌন নিপীড়নের চেষ্টা করে। বাধা দিলে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বুধবার (২১ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৯(১) ধারায় মামলা দায়ের করা হয়। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, “ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।”



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।