মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সলঙ্গায় ট্রান্সফর্মার প্রতিস্থাপন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

মোঃ আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার পুনরায় স্থাপনের সময় বিদ্যুৎপৃষ্টে রেজাউল করিম (৩৮) নামে পল্লী বিদ্যুৎ অফিসের এক দিনমুজুরের  মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ রবিবার সকালে সলঙ্গা ইউনিয়নের চৌবিলা মাছি ডাঙ্গা বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম চড়িয়া উজির শাওপাড়া গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ অফিসে অফিস পরিচ্ছন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, রবিবার সকালে পল্লী বিদ্যুতের লাইনম্যান আতিকের সঙ্গে সহযোগী হিসেবে অফিস পরিচ্ছন্ন কর্মী রেজাউল করিম একটি ট্রান্সফরমার পুনরায় স্থাপনের কাজে খুঁটিতে ওঠেন। কাজ শুরুর আগে সংশ্লিষ্ট লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে এমন ধারণায় কাজ শুরু করা হয়। তবে অসাবধানতাবশত অপর একটি লাইনে বিদ্যুৎ সংযোগ চালু থাকায় রেজাউল করিম ওই লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে সংযোগ বন্ধ করেন। পরে স্থানীয়দের সহায়তায় খুঁটি থেকে রেজাউল করিমের নিথর মরদেহ নামানো হয়।

তবে এ বিষয়ে বিস্তারিত জানতে  সলঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ভারপ্রাপ্ত এজিএম জুনিয়র ইঞ্জিয়ার জিলাল হোসেনকে    অফিসে না পেয়ে তার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় শুনে ফোন বন্ধ করে ফেলেন।

সলঙ্গা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজিৎ নন্দী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং  লাশ দাফনের অনুমতি দিয়েছি।  এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়