বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

অধিকার প্রতিষ্ঠার জন্য সিপিবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে – শফিকুল ইসলাম

সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৫ (সদর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম। তার দলের প্রতীক “কাস্তে”। শফিকুল ইসলাম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবি’র জাতীয় পরিষদ সদস্য ও নওগাঁ জেলা কমিটিতে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন । আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শফিকুল ইসলামকে সংসদ সদস্য পদে প্রার্থী করেছেন। নওগাঁ সদর আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন সম্পর্কে শফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,  দেশের স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিএনপির সাথে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি বিভিন্ন সময় ক্ষমতায় থেকেছে।

তারা দল আলাদা হলেও সবাই মার্কিন সাম্রাজ্যবাদের তাঁবেদারি ও ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে, বিশেষ করে স্বাধীনতা বিরোধী শক্তির সহযোগিতা নিয়েছে এবং তাদের রাজনৈতিক সুবিধা দিয়েছে। এই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী একটি রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টির জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – সিপিবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। আর যে প্রার্থী বলবেন, আমাকে ভোট দিলে এলাকায় উন্নয়ন হবে। সে প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়া উচিত। কারণ রাস্তা ঘাট, ব্রীজ, কালভার্ট, ঈদগাহ্, মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা, কলেজের ভালমন্দ দেখার দায়িত্ব স্থানীয় সরকারের, সংসদ সদস্যদের নয়। সারা দেশে থেকে ভোটে নির্বাচিত হওয়া তিন শ’ জন সংসদ সদস্যের দায়িত্ব সারা দেশের মানুষকে নিয়ে চিন্তা করা,  কোনো একটি নির্দিষ্ট এলাকা নিয়ে নয়। 

তিনি বলেন, এতদিন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন প্রভৃতি স্থানীয় সরকারের কাজ সংসদ সদস্যগণ নিজ নামে চালিয়ে গেছেন। মুলত সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন, আইনের সংশোধন, সংযোজন, বিয়োজন ইত্যাদি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম সর্বশেষ বলেন,  স্বাধীনতার সুফল গত ৫৪ বছরে মানুষের ঘরে ঘরে পৌঁছেনি। অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। শফিকুল ইসলাম ৮০’র দশকের মাঝামাঝি সময়ে ছাত্র গণসংগঠন ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত হন।স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের কারা নির্যাতিত ও নির্মম পুলিশী নির্যাতনের শিকার এই ছাত্রনেতা । এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে ১৯৮৭ সালে কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হয়ে ১৯৮৯ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্যপদ অর্জন করেন। কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার বেশ কয়েক বছর আগেই তিনি ছাত্র গণসংগঠনের নেতৃত্বে আসেন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নওগাঁ উকিল পাড়া আঞ্চলিক কমিটির প্রাক্তন আহ্বায়ক, নওগাঁ সরকারী কলেজ কমিটির প্রাক্তন ক্রীড়া সম্পাদক, কলেজ কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক, নওগাঁ সদর উপজেলা কমিটির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক, নওগাঁ সদর উপজেলা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা কমিটির প্রাক্তন সহ-সাধারণ সম্পাদক , নওগাঁ জেলা কমিটির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির প্রাক্তন সহ-সভাপতি, পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন ।

শফিকুল ইসলাম বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নওগাঁ জেলা কমিটির প্রাক্তন সদস্য, তিনি কমিউনিস্ট পার্টির নিম্নতম বুনিয়াদি সংস্থা শাখার সম্পাদকের দায়িত্ব পালন করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নওগাঁ সদর উপজেলা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক, জেলা কমিটির প্রাক্তন সদস্য, নওগাঁ জেলা সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য। বর্তমানে কৃষক গণসংগঠন বাংলাদেশ কৃষক সমিতি‌র নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

তিনি নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। ২০১৬ সাল থেকে তিনি একজন সার্বক্ষণিক কর্মী হিসেবে পার্টির তৎপরতায় সম্পৃক্ত আছেন। ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর প্রথম বার নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, এ পর্যন্ত তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শফিকুল ইসলাম একুশে টিভি – বৈশাখী টিভি ও মাছরাঙা টিভির নওগাঁ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। নওগাঁ জেলা প্রেসক্লাবের তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়