শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

এনায়েতপুরের আইসিএল স্কুলে শীতকালীন পিঠা উৎসব

সোহেল রানা, চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে শীতকাল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শিশুতোষ বিদ্যাপীঠ আইসিএল স্কুলের আয়োজনে বাহারী এই পিঠা উৎসবে ১৫টি স্টলে ভাপা, পুলি, চিতই, পাটিসাপটা, তেলের পিঠা, মোঠা পিঠা, ফুল পিঠা বাহারি নকশার পিঠার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা।

এসময় বাঙালির ঐতিহ্যবাহী বিচিত্র প্রায় ৩১ পদের বিভিন্ন স্বাদের পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আবদুল সামাদ খান ও এনায়েতপুর থানার জামায়াতের আমীর ডা. সেলিম রেজা।

এসময় আইসিএল স্কুলের প্রধান শিক্ষক এম ওয়াহিদুজ্জামান, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা ও সদস্য সোহেল রানা সহ সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। স্কুল কর্তৃপক্ষ আশা করছে, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে আবহমান গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরা সম্ভব হবে এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়