নওগাঁয় মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি: ৫৬জন মোবাইল ব্যবসায়ীদের গ্রেপ্তারের নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁয় শান্তিপূর্ণভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তির মোড় নওজোয়ান ঈদগাহ মাঠের সামনে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ নওগাঁ জেলা শাখার আয়োজনে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মোবাইল ব্যবসায়ী মানিক, জনি, সাজ্জাদ, আজিজ, মহসিন প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গ্রেপ্তারকৃত ৫৬ জন মোবাইল ব্যবসায়ীদের মুক্তির দাবি করে এবং NEIR বাস্তবায়ন স্থগিত করতে হবে। ব্যবসায়ীদের ওপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ ও অপ্রচলিত মোবাইল ফোনের ব্যবসার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার দাবি জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।