উলিপুরে দুস্থ-অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসন
উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি: বৈরী আবহাওয়া ও কনকনে শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময় কুড়িগ্রামের উলিপুরে মানবিক উদ্যোগ নিয়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। প্রচণ্ড শীত উপেক্ষা করে গভীর রাতে খেটে খাওয়া গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান–এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। হরিজন পল্লী, মুচিপাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে অবস্থানরত শীতার্ত মানুষদের হাতে সরাসরি কম্বল তুলে দেওয়া হয়।
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে রাস্তায় রাস্তায় ও অলিগলিতে ঘুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় ইউএনও মাহামুদুল হাসান বলেন, “তীব্র শীতে যেন কোনো মানুষ কষ্টে না থাকে, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে। শীত যতদিন থাকবে, মানবিক এই কার্যক্রম ততদিন অব্যাহত থাকবে।”
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন মো: লোকমান হোসেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, (ভারপ্রাপ্ত) ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কার্যক্রমটি আরও প্রাণবন্ত ও মানবিক রূপ লাভ করে।
কম্বল পেয়ে উপকারভোগী শীতার্ত মানুষরা উপজেলা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান। তারা বলেন, রাতে তীব্র শীতে কম্বল না থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছিল, এই সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি।
উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসন পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।