বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

এনায়েতপুরে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরে সুস্বাস্থ্যের জন্য ফলিতে পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সমাপনী দিনে বেতিল স্কুল এন্ড কলেজের পৃথক দুটি হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষক-কৃষানী সহ মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ইমাম বৃন্দ সহ মোট ৬০ অংশ নেন। প্রশিক্ষণের সভাপতিত্ব করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আ.মজিদ।

প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  কৃষিবিদ মোঃ মন্জুরে মাওলা। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন চৌহালী উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার জান্নাতি খাতুন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরীন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ জেরিন আহমেদ, চৌহালী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হুরাইয়া ও গোলাম রাব্বী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

প্রশিক্ষনার্থী চৌহালী উপজেলার তেঘুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম জানান,  মানবদেহের জন্য উপকারী বিভিন্ন পুষ্টিগুন ও খাদ্যাভ্যাস নিয়ে তিন দিনের প্রশিক্ষণে অনেক ভালো লেগেছে। অনেক আগেই এই প্রশিক্ষণের দরকার ছিল, সবারই উচিত এরকম প্রশিক্ষণ অংশ নেয়া। আশা করি আগামীতে এই প্রশিক্ষনের পরিধি এবং অংশগ্রহণ আরো বাড়বে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়