ডেলিভারিম্যানের ওপর হামলার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন
মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ডেলিভারি সংক্রান্ত একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ কোম্পানির এক ডেলিভারিম্যানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে নাগরপুর উপজেলা গেটের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নাগরপুর উপজেলার সকল বিক্রয় প্রতিনিধিগণ। মানববন্ধনে নাগরপুর বিক্রয় সমিতির সভাপতি মোঃ আনিসুর রহমান ও সেক্রেটারি মোঃ রমজান আলীর নেতৃত্বে সকল বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বিক্রয় প্রতিনিধিরা জানান, প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান আরীফুর রহমান ডেলিভারি কার্যক্রম শেষে ফেরার পথে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, চৌহালী থানার আওতাধীন এসআর কাম ডিলার আরিফ, শরীফ ও ইউসুফ পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলার সময় তার গাড়ি থেকে প্রায় ৮০ হাজার টাকার মালামাল এবং নগদ ৩০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেওয়া হয়।
বক্তারা বলেন, এ ধরনের হামলা একজন শ্রমজীবী মানুষের জীবন ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এবং স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশকে ব্যাহত করছে। তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের অপরাধ দ্রুত ব্যবস্থা না নিলে বৃদ্ধি পেতে পারে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার, লুটকৃত মালামাল ও অর্থ ফেরত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।