শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মানিকগঞ্জে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: আগামী ২৫ ডিসেম্বর বিএনপি’ র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপি’ র উদ্যোগে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  হয়েছে। শনিবার (২০ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের গিলন্ড মুন্নু সিটিতে অবস্থিত জেলা বিএনপি’র আহ্বায়কের রাজনৈতিক কার্যালয় বিশেষ এই সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতার সভাপতিত্বে এসময় বিএনপি চেয়ারপারসনাল উপদেষ্টা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মানিকগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী মইনুল ইসলাম খান শান্ত ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং মানিকগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এ জিন্নাহ কবির উপস্থিত ছিলেন।

সভায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল বিএনপি, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়