আশুলিয়ায় মরহুম দেওয়ান ইদ্রিস স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: আশুলিয়ার কাঠগড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মরহুম দেওয়ান ইদ্রিস স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. মঈনউদ্দিন বিপ্লব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে গাজীরচট ফুটবল স্পোর্টিং ক্লাব ২-১ গোলে ইয়াপুর ইউনিয়ন ফাইটার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দল প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল লাভ করে। অপরদিকে রানার্সআপ ইয়াপুর ইউনিয়ন ফাইটার্সকে দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, মরহুম দেওয়ান ইদ্রিসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এই নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।