শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আলমগীর কবির,(ফরিদপুর) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের প্রধান মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী সমমনা দলগুলোর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে মিলিত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আলফাডাঙ্গা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাওলানা তামিম আহমেদ মিলন। এ সময় ইসলামী সমমনা দলগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মুফতি ইবাদত হোসেন। এছাড়াও জমিয়তে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী ও আপসহীন একজন কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, বরং ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত।

তারা আরও বলেন, “দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়