কালিয়াকৈরে আ’লীগ নেতা গ্রেফতার
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মহল্লা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রুবেল আহমেদ(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। পরে শুক্রবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত ওই নেতা হলো বিশ্বাসপাড়া এলাকার আজগর আলীর ছেলে। পুলিশ সূত্র জানায় গ্রেফতারকৃত রুবেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আ’লীগ সরকারে পতনের পর থেকেই পলাতক ছিলো। এর আগেও একই মামলায় তিনি গ্রেফতার হন। পরে জামিনে এসে ফের আ’লীগের গুপ্ত ঘটনায় জড়িয়ে পড়লে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এছাড়াও আওয়ামীলীগ সরকারের আমলে শীর্ষ সন্ত্রাসী মুচি জসিমের দোসর ছিলো। ক্রস ফায়ারে মুচি জসিমের মৃত্যুর পর আ’লীগের ছাত্র ছায়ায় থেকে এলাকার আধিপত্ত বিস্তারের অভিযোগ রয়েছে।
কালিয়া।ৈকর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানায় গ্রেফতারকৃত ওই আ’লীগ নেতাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।