শেরপুরে ৪ ইটভাটায় অভিযানে ১৪ লাখ টাকা জরিমানা
শেরপুর প্রতিনিধি: শেরপুরে চারটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী সদর উপজেলায় ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে ইটভাটার চার স্বত্বাধিকারীর প্রতিজনকে সাড়ে তিন লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয় একইসঙ্গে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শেরপুর সদরে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বেশ কিছু ইটভাটার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
অভিযানে সদরের বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুরের জিহান জিগজ্যাগ অটো ব্রিকস, মির্জাপুরের কান্দিপাড়ার মেসার্স মুন ব্রিকস, পৌরসভাধীন নৌহাটা মহল্লায় মেসার্স এ এইচ ব্রিকস ও তাতালপুরের মেসার্স আর ইউ বি ব্রিকসকে ৩লাখ ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা সহযোগীতা করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।