আশুলিয়ায় তিতাসের অভিযানে ৭ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
স্টাফ রিপোর্টার: আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযান চালিয়ে সাত শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনের নেতৃত্বে আশুলিয়ার গুমাইল স্কুল রোড এলাকায় প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিম্নমানের পাইপ, রাইজার ও অবৈধ চুলা জব্দ করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগের কারণে গ্যাসের অপচয় ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তাই এসব সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলীসহ তিতাস গ্যাসের কারিগরি টিমের সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় থানা পুলিশের সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।
এ বিষয়ে আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।