বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

১৬ ডিসেম্বর উপলক্ষে আসামে ‘এয়ার শো’ করছে ভারতীয় বিমানবাহিনী

সংবাদের আলো ডেস্ক: ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সীমান্তবর্তী রাজ্য আসামে এয়ার শো- এর আয়োজন করেছে ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন কমান্ড। আজ বুধবার রাজ্যের ডিব্রুগড় জেলার মোহনবাড়িতে হবে এই এয়ার শো।

এই এয়ার শো বা প্রদর্শনীমূলক বিমান মহড়ায় ওড়ানো হবে ভারতীয় বিমান বাহিনীর সুখোই সু-৩০ ফাইটার্স, ডোরনিয়ের ডো-২২৮ সারভেইলেন্স এয়ারক্রাফট, আন্তোনভ এএন-৩২ ট্রান্সপোর্ট প্লেন, চিনুক হেভি লিফট হেলিকপ্টার এবং এমআই-১৭ হেলিকপ্টার।

ইস্টার্ন কমান্ড শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর অপারেশনাল দক্ষতা, নির্ভুলতা এবং পেশাদারিত্বকে উপস্থাপন করাই এই এয়ার শো-এর প্রধান উদ্দেশ্য।

শিডিউলড সময় অনুযায়ী, আজ বুধবার সকাল ৯ টায় শুরু হবে এই এয়ার শো, শেষ হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়