উলিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ২০২৫–২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ও উফশী ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।সোমবার (৮ ডিসেম্বর)বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন,বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের ব্যয় কমাতে নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। সময়মতো সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষকরা এবারের বোরো মৌসুমে ভালো ফলন পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আফরোজা পারভীন রিফা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন।কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২,২০০ জন কৃষকের মধ্যে হাইব্রিড ধানের বীজ এবং ১,১০০ জন কৃষকের মধ্যে উফশী ধানের বীজ বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ২ কেজি করে ধানের বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়েছে।বিতরণ গ্রহণকারী কৃষকেরা জানান, সরকারি এ সহায়তা তাদের উৎপাদন ব্যয় অনেকটাই কমাবে এবং আসন্ন বোরো মৌসুমের চাষাবাদে উৎসাহ যোগাবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।