দেশ ও জাতির কল্যাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকা অতি জরুরী – মজিবুর রহমান
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-১আসনের বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমান বলেছেন, দেশ ও জাতির কল্যাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকা অতিবো জরুরী। তাই প্রতিটি নেতাকর্মীকে দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করার নির্দেশনা দেন তিনি। তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিজয়কে ছিনিয়ে আনার মধ্যে দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানানো সম্ভব।
শুক্রবার (০৫ ডিসেম্বর ) দিনব্যাপী কোনাবাড়ি, মৌচাক, সফিপুর ও কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণা ও পথসভার মধ্যে দিয়ে গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমান তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। জানা গেছে , গাজীপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ভোটার রয়েছে। পরে নির্বাচনী পথসভার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় হাজারো বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।