শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলে দুই ভাই পেলেন মনোনয়ন

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন। বড় ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এবং তার ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তাদের বাড়ি টাঙ্গাইল ২ গোপালপুর – আসনের গোপালপুর উপজেলার গুলিপেচা গ্রামে। সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপি প্রতিষ্টাতা সম্পাদক ছিলেন, দীর্ঘদিন ১৫ বছর কারাবরণ করে ফাঁসির আসামী হয়ে মৃত্যুর প্রহর গুনেছেন তিনি।

অপর ভাই কেন্দ্রীয় কমিটির ছাত্র দলের সভাপতি ও যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকু। বড় ভাই সালাম পিন্টু টাঙ্গাইল ২ ভূঞাপুর- গোপালপুর আসনে এবং ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ সদর আসনে মনোনয়ন পেয়েছেন। তাদের মনোনয়ন ঘিরে ভূঞাপুর, গোপালপুর ও টাঙ্গাইলে আনন্দের বন্যা বইছে, হোটেল রেস্তোরাঁয় চলছে মিষ্টি বিতরণ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়