অশ্রুসিক্ত নয়নে হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরবিদায় জানানো হলো শিশু জায়ানকে: হত্যাকাণ্ডের বিচার দাবি
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় অশ্রুসিক্ত নয়নে জানাজার মাধ্যমে চির বিদায় জানালো নির্মম হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু জায়ান রহমনাকে। তারা এ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানিয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) বাদ আছর উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে জায়ান রহমানকে দাফন করা হয়।
এদিকে শিশু জায়ানের জানাজা ও দাফন ঘিরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুপুরের পর থেকেই শিশু জায়ানের জানাজায় অংশ নিতে দূরদূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মায়ের আহাজারি, স্বজনদের কান্না আর বিহ্বল মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে জায়ানের শেষবিদায়ের মুহূর্ত।
সরেজমিনে দেখা যায়, মা সিনথিয়া বারবার মূর্ছা যাচ্ছিলেন। স্বজনেরা জ্ঞান ফেরালে বিলাপ করছেন, আমার অবুঝ ছেলে তো কারও ক্ষতি করে নাই। তাহলে কেন আমার কলিজার টুকরোকে এমন নির্মমভাবে হত্যা করা হলো?
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় জায়ান স্কুল থেকে বাড়িতে ফেরে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে সে খেলতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্দিষ্ট সময়ে সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে এলাকায় মাইকিংও করা হয়। ওইদিনই বেলা আনুমানিক ১টার দিকে প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা গোলাম মোল্যার বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাগানে স্থানীয় বাসিন্দারা শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পরে খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের অবস্থান ছিল অত্যন্ত অস্বাভাবিক-একটি বাবলা গাছের ডালের সঙ্গে তা ঝুলছিল, যা মাটি থেকে মাত্র এক ইঞ্চি ওপরে ছিল। এছাড়া শিশুটির পরনের প্যান্ট দিয়ে তার মুখমণ্ডল ঢাকা অবস্থায় ছিল। এই পরিস্থিতি দেখে স্থানীয়দের মধ্যে এটি স্পষ্টতই হত্যাকাণ্ড বলে সন্দেহ সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘ঘটনাটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুততম সময়ে শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ আইনি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।