মেধা যাচাইয়ের লক্ষ্যে শিক্ষার্থীদের স্কলারশিপ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে মেধা যাচাইয়ের উদ্দেশ্যে নূরানী স্কলারশিপ বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার আওনা ইউনিয়নের পুরাতন জগনাথগঞ্জ ঘাট এলাকায় তুহ্ফাতুন জান্নাত নূরানী প্রি- ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসায় নূরানী স্কলারশিপ বৃত্তি পরীক্ষা আয়োজন করে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন।
২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে পরিক্ষা চলে বেলা ১১ পর্যন্ত। উপজেলার বিভিন্ন নূরানী মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রায় ২ শতাধিক শিক্ষার্থী এ স্কলারশিপ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা শিক্ষক ফাউন্ডশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী ও সরিষাবাড়ী উপজেলা জিম্মাদার এইচ এম সাজ্জাদ হোসেন। তারা পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও পরিবেশ পরিদর্শন করেন।
জানা গেছে, ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এ স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যার মাধ্যমে শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন ও বেসিক ইসলামি শিক্ষা দেওয়া হয়। আর ধর্মীয় শিক্ষায় শিশুদের আগ্রহ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের আংশিক মিলিয়ে মোট ২৫টি উপজেলায় ধাপে ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট ৮ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করায় অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, স্কুলের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার ব্যবস্থা থাকলেও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য
টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। এ ফাউন্ডেশন আমাদের স্বপ্ন পূরণ করেছেন। এ পরিক্ষা সারা দেশ ব্যাপী শুরু হোক এমনটা প্রত্যাশা করেন তারা।
টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী এসময় বলেন, “মানসম্মত পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও আত্মবিশ্বাস বৃদ্ধি আমাদের লক্ষ্য। এই কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চান। এতে অভিভাবক ও শিক্ষকদের ব্যাপক সাড়া ও সহযোগিতা পাচ্ছেন। এ কাজে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
২০১৭ সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার দিয়ে আসছে ফাউন্ডেশন। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।