শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে মাদকমুক্ত সমাজ গঠনে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ও তরণ সমাজকে মাদকমুক্ত ও স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর-১ আসনে মনোনযন প্রত্যাসী ব্যারিষ্টার ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকির নেতৃত্বে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।

ম্যারাথন দৌড় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে শুরু হয়ে কোনাবাড়ি কলেজ গেইট পদক্ষিন করে হর্টিকালচার এর সামনে এসে শেষ হয়। প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে ম্যারাথন দৌড়ালেন উপজেলা বিএনপির আহবায়ক নুরল ইমলাম সিকদার, সদস্য সচিব এম আনোয়ার, পৌর বিএনপির আহবায়ক মামুদ সরকার, সদস্য সচিক মহসিন উজ জামান, রিজবী আহমেদ দুলাল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীরা।

আয়োজকরা জানায়, তরুণ প্রজন্মকে মাদক ও নেশা মুক্ত রাখার পাশাপাশি তারেক রহমানের যুব বান্ধব কর্মসূচি সম্পর্কে এলাকাবাসীকে অবহিত করতে এ ম্যারাথন দৌড় এর আয়োজন করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়