কালিয়াকৈরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ সম্মানী প্রদান
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে কিন্ডার গার্ডেন ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলার সুরিচালা মডেল স্কুল প্রাঙ্গনে ২০২৪ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ ও সম্মানী প্রদান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্টানটির কার্যনির্বাহী সভাপতি রাকিব উল ইসলামের সভাপতিত্বে ও খন্দকার মাফিউল আহমেদ মামুনের সঞ্চালনায় এসময় সনদ বিতরন অনুষ্টানে বক্তব্য রাখেন মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি দেওয়ান জসিম উদ্দিন, নাছির উদ্দিন মাষ্টার, ইউপি সদস্য মোস্তাফা দেওয়ান পাপ্পু প্রমুখ।
২০২৪ শিক্ষাবর্ষে মেধাবৃত্তি পরিক্ষায় উপজেলার বিভিন্ন স্কুলের ৫৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে টেলেন্টপুলে ২৪জন, প্রথম গ্রেটে ৩৬জন, দ্বিতীয় গ্রেটে ৪৪জন ও সাধারন গ্রেটে ৫৭জনসহ মোট ১৬২জন কৃতি শিক্ষার্থীদের এ সনদ বিতরন করা হয়।
এসময় আয়োজক সূত্র জানায় আগামী ২০২৬ শিক্ষাবর্ষে বৃত্তি পরিক্ষায় শতভাগ অংগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্তিদের ২০জন শিক্ষার্থীকে ১ বছরের বৃত্তি প্রদান করা হবে। যা সরকারি বিধি মোতাবেক র্কাযকর।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।