বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘রাশিয়ার কাছে ৪৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবে ইউক্রেন’

সংবাদের আলো ডেস্ক: রাশিয়ার কাছে প্রায় ৪৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবে ইউক্রেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এতে বলা হয়, চলমান যুদ্ধে রুশ হামলায় দেশটির পরিবেশে বিপর্যয়ের জেরে এই সিদ্ধান্ত দেশটির। যুদ্ধে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি, সিমেন্ট, ইস্পাত ও অগ্নিকাণ্ডের ফলে গাছপালা ধ্বংসের জেরে কার্বন নির্গমন বৃদ্ধির কারণে ক্ষতিপূরণ চাইবে তারা। দেশটির একজন মন্ত্রী রয়টার্সকে এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করে বার্তাসংস্থাটি। 

প্রতিবেদনে আরও বলা হয়, প্রথমবারের মতো কোনো দেশ কার্বন নির্গমনের জন্য এত ক্ষতিপূরণ দাবি করছে।

ব্রাজিলের বেলেমে কপ-৩০ সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের অর্থনীতি, পরিবেশ এবং কৃষি বিষয়ক উপমন্ত্রী পাভলো কার্তাশভ বলেন, আমাদের প্রচুর পরিমাণে অতিরিক্ত কার্বন এবং গ্রিনহাউজ গ্যাস নির্গমন হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে রাশিয়ান প্রতিনিধিদলের সদস্য কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ডাচ কার্বন হিসাব বিশেষজ্ঞ লেনার্ড ডি ক্লার্ক বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ২৩৭ মিলিয়ন টন অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়েছে। যা আয়ারল্যান্ড, বেলজিয়াম এবং অস্ট্রিয়ার সম্মিলিত বার্ষিক নির্গমনের প্রায় সমান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়