ভারত এখন উন্নত দেশ হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির: মোদি
সংবাদের আলো ডেস্ক: ভারত এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির। উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া দলগুলোকে ভারত বিশ্বাস করে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৭ নভেম্বর) বিহারে নির্বাচনের ফল নিয়ে এই মন্তব্য করেন তিনি।
মোদি বলেন, বিহার নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে— মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি এবং তারা সেই রাজনৈতিক দলগুলোকেই বিশ্বাস করে যারা সত্যিকারের উন্নয়নকে অগ্রাধিকার দেয়।
সোমবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
নরেন্দ্র মোদি বলেন, কেন্দ্রীয় সরকার হোক বা আঞ্চলিক দল পরিচালিত রাজ্য সরকার হোক— সব সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।
তিনি বলেন, “বিহার নির্বাচনের ফল আবারও প্রমাণ করেছে— ভারতের মানুষের আকাঙ্ক্ষা ও উচ্চাকাঙ্ক্ষা এখন অনেক বড়। মানুষ আজ সেই রাজনৈতিক দলগুলোকেই ভরসা করে, যাদের উদ্দেশ্য সৎ, যারা জনগণের আশা পূরণে কাজ করে এবং উন্নয়নকে অগ্রাধিকার দেয়।”
মোদি বলেন, রাজ্য সরকারগুলো যদি বিনিয়োগ আকর্ষণ ও প্রবৃদ্ধি বাড়াতে স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করে, তবে তা দেশের জন্য ভালো হবে। বিজেপির নির্বাচন জয়ের ধারাবাহিকতা নিয়ে মোদি বলেন, দলটি ভোটে জেতে কারণ তারা সারাক্ষণই মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে।
তার ভাষায়, “নির্বাচনে জিততে হলে সবসময় মানুষকে কেন্দ্র করে আবেগ নিয়ে কাজ করতে হয়— নির্বাচনী ভাবনা নিয়ে নয়।”
নরেন্দ্র মোদি বলেন, বিশ্বের অনেক দেশ এখন ভারতের উন্নয়ন মডেলকে আশা বা সম্ভাবনার মডেল হিসেবে দেখছে। তার ভাষায়, “বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যেও ভারতের জিডিপি প্রায় সাত শতাংশ হারে বাড়ছে। ভারত শুধু উদীয়মান একটি বাজার নয়, এখন এটি উদীয়মান এক মডেলও।”
তিনি আরও বলেন, ভারত এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির এবং বৈশ্বিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দেশটি দ্রুত এগিয়ে যাচ্ছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।