সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ব্রাকসু নির্বাচন ডোপ টেস্ট পজিটিভ হলেই বাতিল হবে প্রার্থীতা

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনে ডোপ টেস্ট পজিটিভ পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে। রোববার (১৬ নভেম্বর) রাতে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শাহজামানসহ সকল নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত নির্বাচনী খসড়া আচরণবিধির বিজ্ঞপ্তির অনুচ্ছেদে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন আচরণবিধি প্রণয়ন করেছে। এই আচরণবিধির লক্ষ্য হলো নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করা, প্রার্থীদের জন্য সমান সুযোগ সৃষ্টি করা, ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করা এবং একটি ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা।

এ বিষয়ে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান বলেন, উপাচার্য মহোদয়ের সাথে মতবিনিময়কালে অনেক শিক্ষার্থী ডোপ টেস্টের বিষয়টি তুলে ধরেছিল, তাই এটি আচরণবিধিতে যুক্ত করা হয়েছে। আগামীকাল সকাল দশটা থেকে চারটার মধ্যে শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। তারা যদি পক্ষে মত দেয়, তাহলে ডোপ টেস্টের রিপোর্ট কবে ও কীভাবে নেওয়া হবে সে বিষয়ে শিডিউল ঘোষণা করা হবে। আর যদি শিক্ষার্থীরা এর পক্ষে না থাকে, তাহলে অন্যভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

সবকিছুই শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে করা হবে। এদিকে শিক্ষার্থীরা আচরণবিধিতে প্রার্থীদের ডোপ টেস্টের উদ্যোগকে স্বচ্ছ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা বলছেন, এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। সৎ, যোগ্য ও চরিত্রবান প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি, যার মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক নেতৃত্ব বেছে নিতে পারবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়