সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালীগঞ্জে মাটির নিচ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ জন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর) রাত ৮ দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামার ভাতী এলাকায় অভিযান চালানো হয়।

মাদক বিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন  কালীগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুর রহমান  সহ কয়েকজন পুলিশ সদস্য অংশগ্রহন করে।

অভিযানে ওই এলাকার মৃত বছর উদ্দিনের ছেলে মো. সাবলু মিয়া (৪২)-কে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে বাড়ির পূর্ব দুয়ারী ঘরের উত্তর পাশে পিছনের দরজার রাস্তার মাটির নিচে লুকানো তিনটি পোটলায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)জাকির হোসেন বলেন “মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে”।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা (নং-১৪, তারিখ-০৮ নভেম্বর ২০২৫, জিআর নং-৪১৫) দায়ের করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়