ট্রাম্পের চোখ বন্ধ ছবি নিয়ে বিতর্ক, হোয়াইট হাউজের দাবি প্রেসিডেন্ট ঘুমাননি
সংবাদের আলো ডেস্ক: দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে একাধিকবার আলোচনায় এসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ওভাল অফিসে প্রেসিডেন্টের চোখ বন্ধ করে থাকা দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। আর তা নিয়ে বিরোধী শিবিরে জন্ম দিয়েছে নতুন সমালোচনা।
শনিবার থেকে ওই ছবি ও ভিডিও ভাইরাল হয়। এতে ট্রাম্পের বিরোধীরা প্রশ্ন তুলেছেন— তিনি কি অফিসে দায়িত্ব পালনের সময় ঘুমান নাকি?
অবশ্য হোয়াইট হাউস বলছে, ট্রাম্প ঘুমিয়ে পড়েননি— বরং পুরো সময় বক্তব্য দিয়েছেন ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন।
সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ওভাল অফিসের রেজলিউট ডেস্কের পেছনে বসে ওজন কমানোর জনপ্রিয় ওষুধের দাম কমাতে নেয়া উদ্যোগ ঘোষণা করানোর সময় ট্রাম্প এই কাণ্ড ঘটান। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও তার পাশে ছিলেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, কখনও ট্রাম্পের চোখ বন্ধ, আবার কখনও তিনি চোখ খোলা রাখতে চেষ্টা করছেন। কিছু মুহূর্তে তিনি হাত দিয়ে চোখও ঘষছেন।
এই দৃশ্য ছড়িয়ে পড়তেই সমালোচকরা বেশ দ্রুতই প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস অফিস এক্স (টুইটার)–এ সেই ছবি শেয়ার করে লেখে, ‘ঘুমকাতুরে ডন ফিরে এসেছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।