রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

সংবাদের আলো ডেস্ক: ঢাকা-১০ আসনের ভোটার হতে যাচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করবেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে একটি টকশোতে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন আসিফ মাহমুদ। সেই সাক্ষাৎকারে ঢাকা থেকে ভোট করার কথা বলেন তিনি। এখন ঢাকা-১০ আসনের ভোটার হলে এই আসন থেকে তার নির্বাচন করার বিষয়টি জোরালো হবে।

বর্তমানে কুমিল্লা-৩ আসনের নিজ এলাকা মুরাদনগরের ভোটার রয়েছেন আসিফ মাহমুদ। 

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে ঢাকা-১০ নির্বাচনী আসনটি গঠিত। জামায়াতে ইসলামী এই আসনটি প্রার্থী ঘোষণা করলেও  বিএনপি এখনও আসনটিতে প্রার্থী দেয়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়