বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরের নালিতাবাড়ীতে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও কল্যাণ সেবা জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশের নির্বাচিত জেলাগুলিতে কিশোর-কিশোরী এবং যুবকদের সম্পৃক্ত করার মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সুস্থ্যতা পরিসেবা শক্তিশালীকরণ এবং মানব উন্নয়ন গবেষণা কেন্দ্র কনসোর্টিয়া এর যৌথ উদ্যোগে কার্যকর যুব সম্পৃক্ততার মাধ্যমে কিশোর-কিশোরীদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সুস্থ্যতা পরিসেবা শক্তিশালীকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর’২০২৫ বুধবার প্রেসক্লাব নালিতাবাড়ী মিলনায়তনে এ কর্মশালায় নালিতাবাড়ীর বিভিন্ন যুব প্ল্যাটফর্ম যেমন কিশোরী ক্লাব, স্কাউট, গার্লস গাইড ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি বাংলাদেশের নির্বাচিত জেলাগুলিতে কিশোর-কিশোরী এবং যুবকদের সম্পৃক্ত করার মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সুস্থতা পরিসেবা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও কল্যাণ সম্পর্কিত জ্ঞান, মনোভাব ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনা এবং কার্যকর যুব সম্পৃক্ততার মাধ্যমে এ সেবার মানোন্নয়ন নিশ্চিত করা। মানব উন্নয়ন গবেষণা কেন্দ্র কনসোর্টিয়া এর টিম লিডার ডা. ফাতেমা শবনম এর উপস্থাপনায়, কর্মশালায় উপস্থিত ছিলেন- নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তৌফিক আহমেদ , পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ হোসেন , সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম ,মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন সহ তারাগন্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক কাজল প্রমূখ।

কর্মসালায় সহযোগিতায় ছিলেন- জেলা ডিস্ট্রিক্ট কো- অর্ডিনটর মো. ওয়াছিউর রহমান। কর্মশালায় অংশগ্রহণকারীরা কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা মতামত দেন যে, কিশোরদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্কুলভিত্তিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

অংশগ্রহণকারীগণ প্রকল্পটির কার্যক্রমে সক্রিয় সহযোগিতা এবং কিশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়