বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে ‘বারাকাহ্- Baraqah’ এর পক্ষ থেকে ৭০০ তম টিউবওয়েল স্থাপন

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলার অন্তর্ভুক্ত বেলকুচি উপজেলার একদল তরুণ মিলে জেলার অসহায় দুস্থ পরিবার সহ প্রত্যন্ত অঞ্চলের মসজিদ মাদ্রাসার জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষে এই টিউবওয়েল কার্যক্রম চলমান রাখে। তারই ধারাবাহিকতায় তাদের ‘বারাকাহ্-Baraqah’ সংগঠনের পক্ষ থেকে চার বছরের কম সময়ের মধ্যে বিনামূল্যে ৭০০ তম টিউবওয়েল স্থাপন কার্যক্রম সম্পন্ন করেন।

টিউবওয়েল গুলো জেলার বেলকুচি উপজেলা, কামারখন্দ থানা, এনায়েতপুর, শাহজাদপুর, উল্লাপাড়া, চৌহালি সহ ৯ উপজেলাতেই স্থাপন করে দেওয়া হয়েছে। অত্র সংগঠন থেকে টিউবওয়েল ছাড়াও অজুখানা নির্মাণ, মসজিদ নির্মাণ, মাদ্রাসার বাচ্চাদের খাবার আয়োজন, মাদ্রাসায় নানা রকম সামগ্রী সহ বন্যায় ত্রান সামগ্রী বিতরণ এবং রমজান মাস জুড়ে ইফতার মাহফিল আয়োজন করে থাকে।

সংগঠন এর সমন্বয়কবৃন্দ জানান এই কাজের সাথে অনেকের অবদান জড়িয়ে আছে। বিশেষ করে কৃতজ্ঞতা ও দোয়া তাদের প্রতি যারা সব সময় আমাদের আস্থার যায়গা থেকে এই আমানত গুলো দিচ্ছেন। আমরা শুধু মাঠ পর্যায়ে আমানতের যথাযথ প্রয়োগ এর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তারা আরো জানান সবাই দাতা সদস্যদের জন্য দোয়া করবেন। তারা জানান ভবিষ্যতে তাদের এই কার্যক্রম আরো ব্যাপক পরিসরে জেলা ও জেলার বাইরে করা হবে। তারা তাদের সংস্থার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়