বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রকল্পে অনিয়মের সংবাদ প্রকাশ: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

আল ইমরান মনু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানকে নিয়ে ‘মানহানিকর সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা উজ্জ্বল ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মুন্নাফ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ প্রমুখ। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন- প্রতিবাদ সমাবেশে কেউ সভাপতি বা সঞ্চালক ছিলেন না।

এবং আমরা কোনো বক্তব্যও দেইনি। উল্লেখ্য, গত রবিবার (১৯ অক্টোবর) দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণে “চৌহালীতে এডিপি প্রকল্পে অনিয়মের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে নতুন কাগজ, খোলা কাগজ, বাংলা এডিশনসহ আরও কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ পায়।

সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে মো. মোস্তাফিজুর রহমান দাবি করেন- “ইঞ্জিন/মেশিনের দাম ৫৫,০০০ টাকা, ভ্যাট ও ট্যাক্স ১১,৭৪৫ টাকা, পরিবহন খরচ ২,০০০ টাকা, ইঞ্জিন সেটআপ মিস্ত্রির চার্জ ৩,০০০ টাকা এবং নৌকার কাঠ ও মেরামতসহ অন্যান্য খরচ ৯,২৫৫ টাকা। সব মিলিয়ে মোট খরচ দাঁড়ায় ৮১,০০০ টাকা। তবে ভ্যাট ৭.৫% এবং ট্যাক্স ৭% ধরলে মোট ভ্যাট-ট্যাক্স দাঁড়ায় ৭,৯৭৫ টাকা। এতে মেশিনের মোট দাম দাঁড়ায় ৬২,৯৭৫ টাকা।

তবে ক্রয় রশিদে শুধু মেশিনের দামই ৮১ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া, প্রকল্পে উল্লিখিত এইচপি ব্র্যান্ডের লেজার প্রিন্টার, একটি কালার প্রিন্টার এবং একটি ২১.৫ ইঞ্চি মনিটরের বিষয়টি তিনি তার পোস্টে উল্লেখ করেননি। যা এখনো বিতরণ করা হয়নি বলে প্রমাণ পাওয়া গেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়