সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাজধানীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর পুরান ঢাকায় টিউশনির বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম জুবায়েদ রহমান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য। এছাড়া তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনাস্থলটি তার টিউশনির বাসা ছিল। সেখানে তিনি টিউশনি করাতেন। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। আমরা ঘটনাটি তদন্ত করছি।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়