রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জেলা বিএনপির লিফলেট বিতরণ 

জামালপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জামালপুরের সরিষাবাড়ীতে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।  শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলা পিংনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ শেষে পথসভায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, ভোটাধিকার জনগণের গনতান্ত্রিক অধিকার। বিগত দিনে ফ্যাসিস সরকার এটি হনন করে রেখেছিল। ৩১ দফাতেগনতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করার কথা বলা হয়েছে।

এখানে সম্প্রীতিমুলক রাষ্ট্র সত্ত্বা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থার পূনঃপ্রবর্তন। তিনি আরো বলেন, স্বৈরশাসক আ’লীগ সরকার এক মিনিটের মধ্যে সংসদে বসে এটি বাতিল করেছিল। এর মধ্যদিয়ে জনগণের ভোটের অধিকার তারা হনন করেছিল। আগামী দিনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সমতা ও ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বক্তব্য দেন তিনি।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন তালুকদার লিটন, ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়