লালন দর্শন ও মানবতাবোধ ছড়িয়ে দিতে নেত্রকোনায় লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপন


নেত্রকোনা প্রতিনিধি: লালন দর্শন ও মানবতাবোধ ছড়িয়ে দিতে নেত্রকোনায় উদযাপিত হলো সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাতে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, লালন ছিলেন মানবতার কবি। জাত-পাত, ধর্ম-বর্ণ ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে তিনি চিরকাল মানুষের কথা বলেছেন। বর্তমান সমাজে তার দর্শন আরও বেশি প্রাসঙ্গিক।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা লালনের গান পরিবেশন করেন এবং তার গানের সঙ্গে নৃত্য পরিবেশনা করেন। দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেন অনুষ্ঠানটি। সব শ্রেণি-পেশার নানা বয়সের নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
লালন ভক্তরা বলেন, লালনের গান আমাদের আত্মার খোরাক দেয়। এই ধরনের আয়োজন আমাদের ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলে।
আলোচনা অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালনের বিভিন্ন গান গাওয়া হয়, এছাড়া দলীয় নৃত্য ও লালনের আদর্শ নৃত্যে প্রকাশ করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।