কালিয়াকৈরে ননদের শিলের আঘাতে ভাবী আহত


পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকায় মঙ্গলবার রাতে ননদের শিলের আঘাতে ভাবী গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারিরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ননদ জবা আক্তার (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
আহত ওই পোষাক নারী শ্রমিক গাইবান্ধার গোবিন্দগজ্ঞ এলকার শহিদুল ইসলামের স্ত্রী হাবিবা আক্তার(২৯)। তারা হরিনহাটি এলাকার শরিফুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করেন। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ননদ ও ভাবীর মধ্যে পারিবারিক কলহ নিয়ে তর্কবির্তক হয়। এক পযার্য়ে হাতের কাছে থাকা শিল দিয়ে হাবিবার মাথায় আঘাত করেন জবা।
এসময় আহতের ডাক চিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসলে ঘটনাস্থলে থেকে দ্রুত পালিয়ে যায় জবা। পরে খবর পেয়ে পাশের একটি বাড়ি থেকে জবাকে গ্রেফতার করেন পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন আহতের অবস্থা গুরুতর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ননদকে আটক করা হয়েছে। এখনো অভিযোগ হয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।