মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মানিকগঞ্জে একদিনে নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক ঘটনায় বিভিন্ন জায়গা থেকে নারীসহ পাঁচজনের লাশ
উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সদর, সিংগাইর, ঘিওর ও সাটুরিয়া থানা এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে তিনজন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নাকী একজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায় এবং অপর
একজনের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে
মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া এলাকার পৌর ভূমি অফিসের পেছনের একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে ঝুলন্ত অবস্থায় আবু হানিফ (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবুল বসরের ছেলে।

নিহতের সাবেক স্ত্রী বৃষ্টি আক্তার বলেন, ‘আবু হানিফ বিদেশে লোক পাঠানোর কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিয়েছিলেন। টাকা ফেরত না দিতে পারায় তিনি মানসিক চাপে ছিলেন। আজ সকালে কিছু পাওনাদার আসবে
শুনে দরজা বন্ধ করে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এদিকে সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে
পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর।

অন্যদিকে সিংগাইর উপজেলার দেওলি গ্রামে পারিবারিক কলহের জেরে রোজিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানান, রোজিনা স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে প্রায়ই
ঝগড়া করতেন। রবিবার রাতে বিষপানের পর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘিওর উপজেলার দেওভোগ গ্রামে সোনা মিয়া (৪০) নামে আরেক ব্যক্তির, ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর তাঁর স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। রবিবার রাতে বোনজাইয়ের বাড়িতে গিয়ে গলায় ফাঁস দেন তিনি। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। অপরদিকে, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কারখানায় কাজ করার সময় ছাদ থেকে একটি ড্রাম পড়ে রাসেল মাহমুদ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহতঅবস্থায় তাঁকে রাতেই মানিকগঞ্জ সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাসেল জামালপুর সদর উপজেলার রুহুল্লী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, “সদর উপজেলার দুটি ঘটনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা ও দুর্ঘটনার আলামত পাওয়া গেছে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান,
প্রত্যেকটি ঘটনার বিষয়ে আলাদা করে আইনগত প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়