কালিয়াকৈরে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত


পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে পৌর ৪,৫,৬, ও ৭নং ওর্য়াড বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির’র সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক দেওয়ান মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছায়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইজুদ্দিন আহমেদ পৌর শ্রমিকদলের সাবেক প্রতিষ্টাতা সভাপতি একে আজাদ, মুখলেছুর রহমান মাষ্টার,আক্তারুজ্জামান,হযরত আলী মিলন, সামসুল আলম সরকার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম সরকার, মোয়াজ্জেম হোসেন, রিয়াজুল আলম প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।