কুড়িগ্রামে শেখ বুলেটের খেলাধুলার সাথে বন্ধুত্ব, তিনি হয়ে ওঠে উঠেছেন খেলা প্রেমী


মো: দুর্জয় হাসান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ (বকুলতলায়) জন্ম গ্রহণ করা শেখ বুলেট। তার জীবনের প্রায় সময় তিনি খেলাধুলার পেছনে ব্যয় করেছেন। বিভিন্ন খেলায় তার দল জয়লাভ করেছেন। গত (০৭-১০-২৫) রোজ মঙ্গলবার নারায়নপুর ইউনিয়নে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে তার দল শেখ বুলেট ফুটবল একাদশ জয়লাভ করে মহাসিনের চর ফুটবল একাদশের বিপক্ষে।
তিনি এতটাই খেলা প্রেমী যে, প্রয়োজন হলে তার সম্পত্তি বিক্রি করে হলেও তিনি খেলা চালিয়ে গিয়েছেন, বলে জানিয়েছেন এলাকাবাসী। তার প্রথম ভালোবাসা খেলাধুলা। সবার পছন্দ ভিন্ন রকম তবে তার পছন্দ বিভিন্ন খেলা যেমন ক্রিকেট, ফুটবল, ভলিবল, ইত্যাদি খেলাধুলা। তার ক্রিকেট দলটির নাম বুলেট চ্যালেঞ্জার, এবং ফুটবল টিমের নাম শেখ বুলেট ফুটবল একাদশ। তিনি ২০২৩ বেরুরাড়িতে অনুষ্ঠিত ফুটবল খেলায় ১ম পুরস্কার গরু জয়লাভ করেন । ২০২২ সালে বেরুবাড়িতে ক্রিকেট টুর্নামেন্টে ২৩ হাজার টাকা পুরস্কার পায়। ২০২২ সালে কচাকাটায় অনুষ্ঠিত KPL এ রানার্সআপ ফ্রিজ পুরস্কার পান তিনি।
২০২৫ সালে KLP এ তার দল শেখ বুলেট চ্যালেঞ্জার্স ফাইনালে উঠেন । ২০২৫ সালে বাজারহাটে ফুটবল খেলায় জয়লাভ করে একটি ফ্রিজ পুরস্কার পায় তার দল। ২০২২ সালে BPL এ রানার্সআপ হয়ে ফ্রিজ পায় তার ক্রিকেট টিম। ২০২৪ বিপিএলে জয়লাভ করে ৩০ হাজার প্রাইসমানি পায় তার দল। কুমেদপুর মিনি ফুটবলে ২০২৪ এ জয়লাভ করে তার দল। বর্তমানে আমতলায় অনুষ্ঠিত ফুটবল ম্যাচে তার ফুটবল টিম সেমিফাইনালে রয়েছে। শেখ বুলেট ফুটবল একাদশের অধিনায়ক শাহারিয়ার শান্ত এবং সহ অধিনায়ক আল- আমিন। তিনি এখনো বিভিন্ন জায়গায় খেলা নিয়ে থাকেন এবং তার দলকে বিভিন্ন জায়গায় খেলার জন্য নিয়ে যান।
এলাকাবাসী জানান শেখ বুলেট একজন খেলা প্রেমী। খেলাধুলার মাধ্যমে মানুষ মাদক থেকে দূরে থাকতে পারে। এবং তার টিমে নুতুন খেলোয়াড়দের কে তিনি সুযোগ দিচ্ছেন। এলাকাবাসী মনে করেন শেখ বুলেটের এমন মহান উদ্যোগের ফলে এলাকার সন্তানরা একদিন হয়তো জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেতে পাবে বলে তারা আশাবাদী।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।