মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বান্দরবানে ১ লক্ষ ২১ হাজার শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে ১ লক্ষ ২১ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে। ইতোমধ্যে জেলায় ৬৫ শতাংশ শিশু অনলাইনে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সিভিল সার্জন ডা: মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

এসময় তিনি আরো বলেন, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামুল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ টিকা শিশুদের ৫ থেকে ৭ বছর পর্যন্ত নিরাপদে রাখবে।

তিনি বলেন, এ টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলায় ৩শ ৮৪টি সেন্টার আছে, যে যার নিকটস্থ সেন্টারে গিয়ে টিকা নিতে পারবে। এছাড়াও কোন কারনে রেজিষ্ট্রেশন করতে না পারলে সরাসরি নিজ নিজ টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে বলে জানান সিভিল সার্জন।

কর্মশালায় বান্দরবান জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) হৃদয় মাহমুদ চয়ন সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থায়ী টিকাদান কেন্দ্রে, ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্রাম অঞ্চলের কমিউনিটি ক্লিনিকে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়