ফুলবাড়ীর অনন্তপুরে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন


মো: দুর্জয় হাসান (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুরে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে আড়াই শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। পাশাপাশি স্থানীয় শতাধিক অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ মানুষকে দেওয়া হয় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা ও উচ্চ রক্তচাপ নির্ণয়সেবা।
ফ্রি স্বাস্থ্যসেবা পেয়ে এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনন্তপুর মেধা বিকাশ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মোঃ জব্বার আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ছাইদুল হক, প্রতিষ্ঠাতা ও পরিচালক রংধনু ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল, খড়িবাড়ী বাজার, ফুলবাড়ী, কুড়িগ্রাম; মোঃ বেলাল শেখ, পরিচালক প্রত্যাশা প্রি-ক্যাডেট স্কুল, খড়িবাড়ী বাজার, ফুলবাড়ী; এবং মোঃ নুরুজ্জামাল সরকার, পরিচালক উম্মেষ প্রি-ক্যাডেট স্কুল, ফুলবাড়ী, কুড়িগ্রাম।
চিকিৎসাসেবা প্রদান করেন ডা. বাদল সরকার, ডা. সাইদুল ইসলাম ও ডা. আদম আলী। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বাস্তবায়নে অংশ নেন রাজ আহমেদ, রোকনুজ্জামান রোকন, সজিব আহমেদ, ক্বারী আবু বক্কর, গোলাম মোস্তফা ও শুভ আহমেদ। সংগঠনের সহ-সভাপতি মোঃ মাঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মিঠুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান।
এমন মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।